মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার গোল চত্ত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে একত্বতা প্রকাশ করেন, ফুলপুরস্থ সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নুরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুল মান্নান, মোস্তফা খান প্রমুখ।

সংঠগনের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সহ-সভাপতি সেলিম রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ম সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সদস্য খাদিমুল হাসান, হাদিয়াতুল ইসলাম উমরিদ প্রমুখ।

(এসআই/এসপি/আগস্ট ০৯, ২০২৫)