দিলীপ চন্দ, ফরিদপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

আজ শনিবার সকালের দিকে প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ প্রমুখ।

বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন সাংবাদিক তুহিন। এ হত্যাকাণ্ডের নেপথ্যের সকল দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের কণ্ঠরোধের নানা চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

(ডিসি/এসপি/আগস্ট ০৯, ২০২৫)