রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ আব্দুস সবুরকে আহবায়ক ও শেখ জহিরুল ইসলাম জহিরকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শনিবার সকালে ক্লাবের হলরুমে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো মিলু শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শ. ম লুৎফর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, বিএনপি নেতা সৈয়দ শাহ আলম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ক্লাব পরিচালনার লক্ষে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কমিটি আগামী ৪ মাসের জন্য অনুমোদিত থাকবে এবং এই সময়ে একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এছাড়াও সিদ্ধান্ত হয় আহবায়ক কমিটির কোন সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না।

আলোচনা সভায় লক্ষ্মীপাশা ক্লাবের আওতাধীন এলাকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালে লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র খেয়াঘাট এলাকায় লক্ষ্মীপাশা ক্লাব গঠিত হয়।

(আরএম/এসপি/আগস্ট ০৯, ২০২৫)