সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে চলতি বছরের সমাপ্ত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালায় এক হাজারের অধিক জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত অংশ নেয়।

সরকারের সাবেক সিনিয়র সচিব ড. মো ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, চাটার্ড একাউন্টেন্ট এ এফ নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

(এস/এসপি/আগস্ট ০৯, ২০২৫)