‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জের’
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জের, তাই এখন থেকে প্রত্যেক নেতাকর্মীকে মানুষের কাছে গিয়ে ভাল ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। এমন কোন কাজ করবেন না যাতে দলের ক্ষতির কারন হয়। মনে রাখবেন কর্মীর কর্মকান্ড সঠিক হলে নেতা এমপি হতে পারবেন, দল ক্ষমতায় যেতে পারবে। নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাগেরহাটে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
আজ শনিবার দুপুরে বিএনপির অফিসে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে ও সদস্য সচিব ডালিম ফকির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সভাপতি নেছার উদ্দিন শফি, সাহিত্য ও প্রকাশনী সম্পাদক হাফজিুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান জাদু।
কর্মী সভায় দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তশালী করতে সকল কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হয়।
(এস/এসপি/আগস্ট ০৯, ২০২৫)