শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জুশুরগাঁও বাইপাস বাগানবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস এর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ০১ আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা শেখ মো: আব্দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য বাতেন খান শামীম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন,যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

(এই/এএস/আগস্ট ১০, ২০২৫)