রাজবাড়ী প্রতিনিধি : সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলাসহ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিকরা। 

রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজিত পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুস সোবাহান,ইকবাল হোসেন, রবিউল ইসলাম, মো: তুহিন মন্ডল, মো: মেহেদী হাসান, এ এইচ এম শামিমুর রহমান, মো: বাপ্পারাজ খান, খাইরুল ইসলাম, শাদিয়া সুলতানা,শাহিনুর প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আগামী দুইমাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সেই সাথে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়।

গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন নেতারা।

মানববন্ধন শেষে পাংশা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীবাড়ি মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।

(একে/এএস/আগস্ট ১০, ২০২৫)