ঝিনাইদহ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে একটি মৌন মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করে সংগঠনটি।

এসময় ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম আর রাসেল, সদস্য সচিব শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবীর, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাংস্কৃতিক কর্মী শাহানুর রহমান লিটন, অ্যাড. আসাদুল ইসলাম, সংগঠক ও গবেষক সুজন বিপ্লবসহ জেলার বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়।

(এসআই/এসপি/আগস্ট ১০, ২০২৫)