স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা। 

আজ রবিবার সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এখন টিভির পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, সারাবাংলা পত্রিকার শাহজালাল, বাংলাভিশনের মোশারফ হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনশান সাগরেদ, নাগরিক টিভির সাঈদুজ্জামান রেজা, বাসসের আবু নাঈম প্রমূখ।

(আরএআর/এসপি/আগস্ট ১০, ২০২৫)