সুবর্ণচরে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিলো কোস্টগার্ড, মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হাত-পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চেয়ারম্যান ঘাট মাছ ব্যবসায়ী ও বণিক সমিতি, এলাকাবাসীসহ সাধারণ ব্যবসায়ীরা।
আজ রবিবার দুপুরে হাতিয়া চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (০৭ আগস্ট) দিবাগত গভীর রাতে আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে তাঁর নিজ বসত ঘর থেকে কোস্ট গার্ডের সদস্যরা তুলে নেওয়ার অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ২ নং চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, চেয়ারম্যান ঘাট বাজার ব্যবসায়ী, ইউসুফ সওদাগর, আকবর হোসেন, আনোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, আবু বক্কর সিদ্দিক মিজান মাঝি বিএনপির রাজনৈতিক নেতার পাশাপাশি একজন সফল ও সৎ ব্যবসায়ী। ভূঁইয়ার হাট বাজার, হাতিয়ার চেয়ারম্যান ঘাট, বাংলা বাজার’সহ এই অঞ্চলের বিভিন্ন জায়গায় তার মৎস্য, হার্ডওয়ার, টিন ও ইলেক্ট্রনিকস ব্যবসা রযেছে। এই অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে তার যথেষ্ট দান-অনুদান রয়েছে। তার বিরুদ্ধে কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামা অথবা সন্ত্রাসী কর্মকান্ডের কোন অভিযোগ নেই। থানায় কোন মামলা নেই। অথচ ৭ তারিখ রাতে মিজান মাঝি ঘরের দরজা ভেঙে তাঁর হাত-পা, চোখ বেঁধে তুলে নিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরা। অবিলম্বে আবু বক্কর সিদ্দিক মিজান মাঝির নিঃশর্ত মুক্তি দাবি করেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
মিজান মাঝির ছেলে শাহাদাত হোসেন রুবেল বলেন, তার বাবা চরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ইতিপূর্বে তারঁ বাবার বিরুদ্ধে চরজব্বর থানা অথবা অন্য কোথাও কোন মামলা বা অভিযোগ নেই। অথচ রাজনীতি ও ব্যবসায়িক কারণে তাঁর বাবার বিরুদ্ধে কিছু লোক শত্রুতা করছে। তারা কোস্টগার্ডকে দিয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে গেছেন।
তিনি বলেন, তাঁর বাবা মিজান মাঝিকে ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৩টায় নিয়ে গেলেও শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত থানায় হস্তান্তর না করে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়ে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন খারাপ মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি বিভিন্ন মাধ্যমে শুনছেন। অভিলম্বে তিনি তাঁর বাবা মিজান মাঝির নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরিবারের সদস্যরা জানান লক্ষ্মীপুর মিজান ডাকাত র্যাবের ক্রস ফায়ারে নিহত হয় কিন্তু তারা সেই নিজাম ডাকাত ভেবে আমার বাবা ব্যাবসায়ী আবু বকর সিদ্দিক নিজাম কে নিয়ে যায় এবং মিথ্যা নাটক সাজিয়ে চালান করে।
এদিকে অন্যায় ভাবে ভুয়া ঠিকানা দেখিয়ে বিশিষ্ট ব্যাবসায়ী, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক নিজাম মাঝিকে গ্রেপ্তারের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী, কোস্ট গার্ড অফিসার দের বিচার চান বিভিন্ন মহল।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মিজান মাঝিকে আটক বা অভিযানের বিষয়ে কোস্টগার্ড আমাদেরকে কিছুই জানাননি। তবে আমাদের থানায় তাঁর বিরুদ্ধে কোন মামলা নাই।
(এস/এসপি/আগস্ট ১০, ২০২৫)