পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে বিজয়ী পঞ্চগড় সদর

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল নির্ধারিত সময়ে খেলায় ১-১গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৬-৭ গোলে তেঁতুলিয়া উপজেলাকে পরাজিত করে ফাইনালে পৌঁছালো পঞ্চগড় সদর উপজেলা।
৮টি দল নিয়ে আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিচালিত টুর্নামেন্ট গত ৫ আগস্ট উদ্বোধন করেছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। প্রথম সেমিফাইনাল ম্যাচটি দর্শক গ্যালারীতে বসে খেলা উপভোগ করে টুর্মামেন্টের সভাপতি ও জেলা প্রশাসক। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আতাউর রহমান মঞ্জু। মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবু, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নুরুজ্জামান নুরু ও রাশেদুজ্জামান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১২ আগস্ট, ওই দিনের ম্যাচে মুখোমুখি হবে বোদা উপজেলা ফুটবল একাডেমি বনাম দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
(আরএআর/এসপি/আগস্ট ১০, ২০২৫)