আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর আজ রবিবার দুপুরে এ তথ্য জানা গেছে। 

ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছে ২৬ জন ও জিপিএ-৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এবছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেছিলো।

(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২৫)