রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শহর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফরম কিনেন আব্দুল বারী মাস্টার। ফরমের ধার্যকৃত নবায়ন ফি বিশ টাকা। উপস্থিতির মধ্যে আজ ১০ জন সদস্য ফরম সংগ্রহ করেন এবং ১৪টি ওয়ার্ডে ১৪ শ সদস্য ফরম বিতরণ করা হয়।

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/আগস্ট ১০, ২০২৫)