যশোরে ভোটার প্রায় ২৭ লাখ, পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মোট ভোটার বেড়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৭২৫ জন। বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ ৭৪ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লক্ষ ৪২ হাজার ৪৩৫ জন, মহিলা ১৩ লক্ষ ১৭ হাজার ১১১ জন এবং হিজড়া ২৪ জন। জেলায় পুরুষ ভোটারের চেয়ে ৭৪ হাজার ৬৭৬ জন মহিলা ভোটা বেশি। জেলার নির্বাচন অফিস সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ যশোর-১ শার্শা আসনে দ্বাদশ জাতীয় সংসদের পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, মহিলা ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন ও হিজড়া ০২ জন। মোট ভোটার ছিলো ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর পর এই আসনে বর্তমান মোট ভোটার সংখ্যা পুরুষ ১ লাখ ৭১ হাজার ৫ জন, মহিলা ১ লাখ ৬৭ হাজার ৩৩১ জন এবং হিজড়া ৩ জন। অর্থাৎ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে পুরুষ ২৩ হাজার ৪২৯ জন, মহিলা ২০ হাজার ২১৭ জন ও হিজড়া ১ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন।
৮৬ যশোর-২ চৌগাছা ও ঝিকরগাছা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট পুরুষ ভোটার সংখ্যা ছিলো ২ লাখ ২৯ হাজার ৪২৩ জন, মহিলা ২ লাখ ২৭ হাজার ২৬৮ জন। মোট ভোটার ছিলো ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। এই আসনে বর্তমান মোট পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৪৩ জন, মহিলা ২ লাখ ৫৯ হাজার ২৫১ জন ও হিজড়া ১ জন। এই আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ২৬ হাজার ৯৯৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আসনে পুরুষ ভোটার বৃদ্ধি পেয়েছে ৩৮ হাজার ৩২০ জন, মহিলা ৩১ হাজার ৯৮৩ জন ও হিজড়া ১ জন। অর্থাৎ মোট ভোটার বৃদ্ধি পেয়েছে ৭০ হাজার ৩০৪ জন।
৮৭ যশোর-৩ সদর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট পুরুষ ভোটার ছিলো ২ লাখ ৯২ হাজার ৯৩৭ জন, মহিলা ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন ও হিজড়া ৬ জন। এই আসনে মোট ভোটার ছিলো ৫ লাখ ৭৯ হাজার ৯২৭ জন। এই আসনে বর্তমান মোট পুরুষ ভোটার ৩ লাখ ৩১ হাজার ১৬৫ জন, মহিলা ৩ লাখ ২৯ হাজার ৮০ জন ও হিজড়া ১০ জন। এই আসনে বর্তমানে মোট ভোটার রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৫৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুরুষ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৮ হাজার ২২৮ জন, মহিলা ৩৪ হাজার ৯৬ জন, হিজড়া ৪ জন। অর্থাৎ মোট ভোটার বৃদ্ধি পেয়েছে ৭২ হাজার ৩১৮ জন।
৮৮ যশোর-৪ অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার ছিলো ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন, মহিলা ২ লাখ ১৭ হাজার ৩৬ জন ও হিজড়া ৪ জন। এই আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। বর্তমানে এই আসনে মোট পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫ হাজার ৩০৮ জন, মহিলা ২ লাখ ৪৪ হাজার ৫১১ জন ও হিজড়া ৪ জন। অর্থাৎ এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৮২৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর পুরুষ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩ হাজার ৫১০ জন, মহিলা ২৭ হাজার ৪৭৫ জন। এই আসনে মোট ভোটার বৃদ্ধি পেয়েছে ৬০ হাজার ৯৮৫ জন।
৮৯ যশোর-৫ মনিরামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৭৯ হাজার ৪৪৮ জন, মহিলা ১ লাখ ৭৬ হাজার ৫২৩ জন ও হিজড়া ২ জন। মোট ভোটার ছিলো ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন। বর্তমান এই আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৪৩ জন, মহিলা২ লাখ ১ হাজার ৮০ জন ও হিজড়া ৪ জন। অর্থাৎ মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ১০ হাজার ৪২৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর পুরুষ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৯ হাজার ৮৯৫ জন, মহিলা ২৪ হাজার ৫৫৭ জন ও হিজড়া ২ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৪ হাজার ৪৫৪ জন।
৯০ যশোর-৬ কেশবপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৯ হাজার ৯১৩ জন, মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও হিজড়া ১ জন। মোট ভোটার ছিলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। বর্তমানে এই আসনে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭১ জন, মহিলা ১ লাখ ২৩ হাজার ৮৫৮ জন ও হিজড়া ২ জন। অর্থাৎ মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৫১ হাজার ৯৩১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর পুরুষ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ হাজার ১৫৮ জন, মহিলা ১৫ হাজার ৮৪৮ জন ও হিজড়া ১ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৪ হাজার ৭ জন।
আসনের ভিত্তিতে সবচেয়ে বেশি ভোটার রয়েছে যশোর সদর আসনে ৬ লাখ ৫২ হাজার ২৫৫ জন এবং সবচেয়ে কম ভোটার রয়েছে কেশবপুর আসনে ২ লাখ ৫১ হাজার ৯৩১ জন।
এদিকে, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনে মোট ভোটার ছিলো ১ লাখ ৯৭ হাজার ৪১৫ জন। ৮৬ যশোর-২ চৌগাছা ও ঝিকরগাছা আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১০ হাজার ৯১৭জন। ৮৭ যশোর-৩ সদর আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৪৭ হাজার ৩৯৪ জন। ৮৮ যশোর-৪ অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৩৪ হাজার ৮৯০ জন। ৮৯ যশোর-৫ মনিরামপুর আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ২ লাখ ৪৩ হাজার ৯৬০ জন। ৯০ যশোর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ১৮ হাজার ৩০৮ জন। ২০০৮ সালে জেলায় মোট ভোটার ছিলো ১৭ লাখ ৫২ হাজার ৮৮৪ জন।
ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবম জাতীয় সংসদের চেয়ে মোট ভোটার বেশি ৯ লাখ ২১ হাজার ৮৮৬ জন।
মনিরুজ্জামান মনির বলেন, বিগত দিনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। আশা করছি এবছর ভোট দিতে পারবো। ভোটের দিন উৎসব মুখের হবে আশা করছি।
ফারহানা হোসেন নামে নতুন ভোটার বলেন, এবার নতুন ভোটার হয়েছি। নিজের মধ্যে একটা কৌতুহল কাজ করছে। জীবনে প্রথম ভোট সংসদ নির্বাচনের ভোটের মাধ্যমে শুরু হচ্ছে। একটা অন্য রকম অনুভূতি কাজ করছে।
আল আমিন মুক্ত নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, বিগত দিনে ভোট নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিলো। এমনও হয়েছে ভোট দিতে গিয়ে দেখা গেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। আশা করছি এবার সুষ্ট, সুন্দর ভোট হবে। মানুষ তার পছন্দের প্রতীকে ভোট দিতে পারবেন।
(এসএমএ/এএস/আগস্ট ১১, ২০২৫)