শাহ্ আলম শাহী, দিনাজপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে  নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.সাদাকাত আলীর সভাপতিত্বে ও মানবজমিনের প্রতিনিধি কামরুজ্জামানের সঞ্চালনায় মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবশে দিনাজপুর প্রেসক্লবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুন হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি এমদাদুল হক, আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুল হক জুয়েল, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাসেম, আজকের প্রতিভার বার্তা সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক একরামুল আবীর, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রূপমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করা প্রয়োজন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

(এসএএস/এএস/আগস্ট ১১, ২০২৫)