জামালপুরে ইউনাইটেড পিপলসের মতবিনিময় সভা

রাজন্য রুহানি, জামালপুর : বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে জামালপুরে সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
সোমবার (১১ আগস্ট) সকালে শহরের পাঁচরাস্তা মোড় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান সংগঠক মো. নাইম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নাঈম আহমেদ বলেন, ৩৬ জুলাই যদি না হতো তাহলে আমাদের মতো ইয়াং জেনারেশন রাজনীতিতে আসতো না। ৫ আগস্ট শুধু শেখ হাসিনাই পালিয়ে যায়নি, তার এমপি মন্ত্রীরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেজন্য বাংলাদেশের সব সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করতে চাই আমরা।
তিনি আরও বলেন, যে আদর্শ ও নীতি নিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি তা কিছু সমন্বয়কদের স্বার্থবাজির জন্য ভূলুণ্ঠিত হয়েছে। তাদের নানা কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ। আমরা রাজনীতিতে মধ্যডান পন্থা অবলম্বন করে দেশকে একটি ইতিবাচক প্লাটফর্মে নিয়ে যেতে চাই। আমরা এখনও নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নই। আমাদের প্রয়োজনীয় গোছগাছ শেষ হলেই নিবন্ধনের জন্য আবেদন করব। তাই এখন আমরা সারাদেশে কমিটি গঠন করছি।
জেলা কমিউনিকেশন টিম সদস্য মো. আবিদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিকেশন টিম সদস্য মো. আতিকুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা কমিউনিকেশন টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এএস/আগস্ট ১১, ২০২৫)