দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলে রয়েল মন্ডলের সঙ্গে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আব্দুর রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মালিনাকে শারীরিক নির্যাতন করত।

২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে মেয়ের উপর নির্যাতনের খবর পেয়ে মালিনার বাবা জামাইয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বাড়ি ছাড়তে গেলে আসামিরা মালিনাকে জোর করে ধরে পাশের গমক্ষেতে নিয়ে যায় এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তার চিৎকার শুনে স্থানীয়রা দগ্ধ মালিনাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম খাঁ কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন। তবে অপরাধ প্রমাণ না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

(ডিসি/এএস/আগস্ট ১১, ২০২৫)