রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গাজীপুরের সাংবাদিক তুহিন হ‍ত‍্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগষ্ট) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব‍্য রাখেন সাংবাদিক এমএ হাকিম, সাংবাদিক ফারুক হোসেন জোয়াদ্দার, মোস্সতাফুজুর রহমান রেন্টু, এম এ ফয়সাল, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আছাদুজ্জামান তুহিন ছিল একজন সৎ সাহসী সাংবাদিক, সে সত‍্য ঘটনা তুলে ধরায় তাকে নির্মম ভাবে কুপিয়ে হত‍্যা করা হয়েছে। এই হত‍্যাকান্ডের তীব্র নিন্দা জানান বক্তারা। এসময় বক্তারা দেশে দুর্নীতি, চাঁদাবাজি, হত‍্যা ও সাংবাদিক নির্যাতন যেভাবে চলছে তারও নিন্দা জানান। সাথে সাথে সারা দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের জন‍্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

(আরকে/এএস/আগস্ট ১১, ২০২৫)