বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সকালে দলীয় অফিসের সামনে দু’ঘন্টা ধরে গণঅনশন কর্মসূচী পালন করেছে।

জেলা বিএনপির সভাপতি এমএ সালামের অনুপস্থিত থাকা এ কর্মসূচী চলাকালে পুলিশ তাদের বাধা ও মাইক কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপির নেতারা। তবে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতাদের বিরুদ্দে উল্টো অভিযোগ করে বলেছেন ‘ বিএনপি নেতারা সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন না। পরে তারা ক্যামেরা ট্রায়েল দিয়ে চলে গেছে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু জানান, দলের সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির গণঅনশন কর্মসূচী পালন চলাকালে তাতে পুলিশ বাধা দেয় ও মাইক নিয়ে যায়। এ বাধা উপেক্ষা করে কর্মসূচীতে কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান দিপু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সাহেদ আলী রবিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এএস/মে ০৪, ২০১৪)