ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহামেদ রাফি যোগদান করেছেন। পূর্ববর্তী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাঈদ রবিবার ধামরাইয়ের কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন। সাফফাত আরা সাঈদ ধামরাইয়ে থাকাকালীন সাধারণ মানুষের মাঝে খাল সেবা প্রদান করেছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
নতুন যোগদান কারী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহামেদ রাফি রবিবার ধামরাইয়ে নতুন কর্মস্থলে আসার পর ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহাম্মেদ অনীক নতুন আগমনকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহামেদ রাফিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।ধামরাই বাসির প্রত্যাশা নতুন যোগদানকারী এই কর্মকর্তা জনগনের সঠিক সেবা প্রাপ্তির ইচ্ছা পুরন করবেন বলে প্রত্যাশা করছে।
(ডিসিপি/এএস/আগস্ট ১১, ২০২৫)