সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. খায়ের উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সোনালী ব্যাংক সালথা শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, একাডেমিক সুপার-ভাইজার শওকত আকবর প্রমুখ।

(এএনএইচ/এএস/আগস্ট ১২, ২০২৫)