শ্রীনগরে ফ্যাসিস্টের পতনের বর্ষ পূর্তিতে বিএনপি নেতা মমিন আলীর নেতৃত্বে র্যালি ও পথ সভা

শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের বর্ষ পূর্তিতে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি করা হয়েছে।
সোমবার বিকালে এ উপলক্ষে শ্রীনগর দোহার রোডের জুশুরগাঁও এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে উপস্থিত হয়। পরে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর ছনবাড়ী চৌরাস্তায় এসে শেষ হয়।
র্যালি শেষে এক পথ সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মো.দেলোয়ার হোসেন। সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খোকন, আওলাদ হোসেন মোল্লা,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো:মতিউর রহমান মতিন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়বুর রহমান মামুন, বিএনপি নেতা আমির আলী মৃধা, আলী আনছার মোল্লা, মুনসুর মাঝি, সৈয়দ সামসুল আলম খোকন,আবু তাহের, মো.বিল্লাল হোসেন, যুবদল নেতা কালাম বেপারী, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়লসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
(এআই/এএস/আগস্ট ১২, ২০২৫)