দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা সমন্বয় কমিটির এক সদস্য পদত্যাগ করেছেন। তার নাম রুবেল মিয়া হৃদয়।

রবিবার রাতে এনসিপির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মো. রুবেল মিয়া উল্লেখ করেন, এনসিপির ফরিদপুর জেলার একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করলেও সম্প্রতি দলের কর্মকাণ্ড, বিভিন্ন অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত ও অবস্থানগুলো ‘জুলাই বিপ্লব’-এর নীতি ও নৈতিকতার পরিপন্থি বলে মনে হওয়ায় তিনি হতাশ ও বিচলিত। ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি দলের কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা জানান, “আমরা মো. রুবেল মিয়াকে (হৃদয়) বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে অনড় ছিলেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং কয়েক দিনের মধ্যে কপি তার কাছে পৌঁছে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর এনসিপির ২৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান সমন্বয়কারী হন সৈয়দা নীলিমা দোলা, ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১৭ জন সদস্য রাখা হয়।

(ডিসি/এএস/আগস্ট ১২, ২০২৫)