আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরিশালের গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক কেএম সোহেব জুয়েলের ওপর পূর্বে হামলা চালিয়ে রক্তাক্ত জখমের পর এবার প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গৌরনদীর সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের বাসিন্দা সাংবাদিক কেএম সোহেব জুয়েল অভিযোগ করেন, পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে গোলাম মোর্শেদের সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে সম্প্রতি সময়ে মোর্শেদ হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে এবার মোর্শেদ ও তার সহযোগিরা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

সাংবাদিক জুয়েল আরও বলেন, সর্বশেষ চলতি মাসের ৭ আগস্ট বিকেলে সরিকল বন্দরে বসে এককালের দুর্ধর্ষ সর্বহারা নেতা গোলাম মোর্শেদের একজন ক্যাডার প্রকাশ্যে তাকে (জুয়েল) প্রাণনাশের হুমকি প্রদর্শণ করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০২৫)