রাজৈরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হযয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজৈর উপজেলা হল রুমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানের মধ্যে, শপথ, র্যালি, শপথ বাক্য, আলোচনা সভা ও যুব ঋণ ও সনদ পত্র বিতরণ।
আলোচনা সভায়, রাজৈর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাস্বত দেবনাথ ছন্দা। এছাড়া প্রদেশ সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল ও রাজৈর উপজেলা দলের নেতা মোঃ খায়ের সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর পৌর সভার প্রকৌশলী, মোঃ কামরুজ্জামান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি বৃন্দ, যুব ও যুব মহিলা সহ প্রশিক্ষণার্থী বৃন্দ। পরিশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণ ও সনদ করা হয়।
(বিডি/এসপি/আগস্ট ১২, ২০২৫)