সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : "প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদকে  সামনে রেখে সারাদেশের মত কাপাসিয়ায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আগে পরিষদ চত্বরে একটি শোভা যাত্রা বের হয়। কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এজাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন. সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। অনুষ্ঠান শেষে উদ্যোগতাদের মাঝে অনুদান বিতরণ করা হয়।

(এসকেডি/এসপি/আগস্ট ১২, ২০২৫)