সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালাকে (৪২) ডেকে নিয়ে মুখ বেধে ৪ ঘণ্টা ধরে নির্যাতনের ঘটনায় ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে প্রাথমিক সদস্যসহ সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

সোমবার দিবাগত রাতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়েছে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখকে বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপি’র সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।

চিতলমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আহত দেবাশিষ বিশ্বাস কালা জানান, শনিবার রাত ৮ টার দিকে তিনি ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ এক সাথে শ্রীরাপুর গ্রামের আশিষের দোকানে চা পান করেন। চা খাওয়া হলে রবিউল তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেবাশিষ তার নিজের মোটরসাইকেলে করে রবিউলকে সোনাখালী বিলের বাড়িতে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫ থেকে ৭ জন যুবক দেবাশিষের মুখ বেধে ফেলে। পরে বিলের মধ্যে একটি মৎস্য ঘেরের ঘরে নিয়ে ৪ ঘণ্টা ধরে তাকে পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় রবিউল ও তার লোকেরা দেবাশিষের পকেটে থাকা ৪৩ হাজার টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ১০০ টাকার ৩ টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখে। রাত সাড়ে ১২ দিকে পাশের ঘেরের সোনাখালী গ্রামের প্রভাত বালা বিষয়টি দেখতে পান। পরে চিতলমারীর সদর ইউনিয়নের বিএনপি নেতা মোক্তার সরদারকে মোবাইল ফোনে বিষয়টি জানালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

চিতলমারী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে বহিস্কার করা হয়েছে এতে আমি দুর্বল না। আমার ভাইয়েরা আছে তাদের কাছে শুনে পরে আপনাদের বিস্তারিত জানাব।

চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু জানান, উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ তদন্তে প্রমানিত হওযায় চিতলমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল শেখকে বিএনপি’র সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, সোমবার রাতে আহত বিএনপি নেতা দেবাশিষ বিশ্বাস বাদী হয়ে একই ওয়ার্ডেরে সভাপতির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এস/এসপি/আগস্ট ১২, ২০২৫)