স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দেবীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ খেলা শুরুর ৬ মিনিটের ব্যবধানে ১ গোল করে বোদা উপজেলা ফুটবল একাডেমিকে চাপে রাখে।দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ দেবীগঞ্জের জালে বল ঢুকে লুইসের পা থেকে। এই য়ার্থের ১৭ মিনিটের ব্যবধানে পুনরায় দেবীগঞ্জ গোল করে এগিয়ে যায়।কিন্তু খেলার শেষ বাঁশি বাজানোর ১ মিনিট পূর্বে বোদা উপজেলার লক্ষ্মণের পায়ে গোল হওয়ায় খেলার ফলাফল সমতায় পৌঁছালে খেলা গড়ায় টাইবেকারে। এতে ৪-৩ গোলে বিজয়ী হয়েছে বোদা ফুটবল একাডেমি। 

অতিথি হিসেবে গ্যালারীতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। জেলার ৫টি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৮টি দল নিয়ে আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিচালিত টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল গত ৫ আগস্ট। ওইদিন সাড়ম্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।

প্রতিটি ম্যাচের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম, ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আতাউর রহমান মঞ্জু। মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবু, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ ও তারিক হাসান।

প্রথম সেমিফাইনালে তেঁতুলিয়া উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে পঞ্চগড় সদর উপজেলা। আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় সদর উপজেলা ফুটবল একাদশ বনাম বোদা উপজেলা ফুটবল একাডেমি।

(আরএআর/এসপি/আগস্ট ১২, ২০২৫)