রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে চাটমোহরে সংবাদ সম্মেলন
-Sangbad-Sommelon-Photo.jpg)
চাটমোহর প্রতিনিধি : চলনবিল রক্ষায় সিরাজগঞ্জের শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে পাবনার চাটমোহরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চাটমোহর প্রেসক্লাবে ‘চলনবিল রক্ষা আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া নামক স্থান। এই জায়গাতেই চলনবিলের মধ্যে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গিয়ে যমুনা নদীতে মিলিত হয়। এরমধ্যে চলনবিল অঞ্চলের ছয়টি জেলার ৪১টি উপজেলার ১০০০ বর্গ কিলোমিটারে মধ্যে প্রায় ৪৭টি নদ-নদী, ১৬৩ বিল, ৩০০ এর বেশি ক্যানেল, ১ লাখ বিশ হাজার পুকুর এবং বড় বড় বেশ কয়েকটি পাথার রয়েছে।
এ অঞ্চলে চলনবিলের সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় এক কোটির কাছাকাছি। এছাড়া ১০৫ প্রজাতির দেশিয় মাছ, ৩৪ প্রজাতির সরীসৃপ, ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রকারের উভচর প্রাণী, ৩৪ প্রজাতির পাখিসহ অসংখ্য প্রকারের জ্বলজ উদ্ভিদ ও জ্বলজ প্রাণী চলনবিল অঞ্চলে বসবাস করে।
বুড়ি পোতাজিয়া এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে প্রায় ৪০ ফুট উঁচু করে বালু ফেলা হয়েছে। এতে চলনবিল এলাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এবং উক্তস্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে চলনবিল অঞ্চলের কোটি মানুষ পরিবেশগতভাবে ব্যাপক হুমকির মধ্যে পড়বে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আমরা চলনবিল চাই, আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও চাই। তাই, রবীন্দ্র বিশন্ববিদ্যালয় অন্যত্র স্থানান্তরের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, ডা. আতিকুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার প্রমুখ।
(এসএইচ/এসপি/আগস্ট ১২, ২০২৫)