চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলার মুলগ্রাম চিকনাই ব্রিজের উপর খামারের বর্জ্য দূষণ ও ডেমরার স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদী মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে চলনবিল রক্ষায় আমরা, ধরিত্রী রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চিকনাই নদী রক্ষায় আমরা’র আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম মধু, আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, চিকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেব আলী প্রমুখ।

বক্তারা, পানি উন্নয়ন বোর্ডকে ডেমরা স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য নদীতে ফেলে নদী দুষন বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

(এসএইচ/এসপি/আগস্ট ১২, ২০২৫)