নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে খেলার ছলে টিউবওয়েলের পাশে রাখা বালতির পানিতে ডুবে নাঈমা নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামে এ ঘটনা ঘটে। শিশু নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখ ওরফে তুফানের মেয়ে। তিনি মালয়েশিয়া প্রবাসী।
জানা গেছে, সদর উপজেলার জঙ্গলগ্রামের বারেক শেখের শিশু কন্যা নাঈমা মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। এসময় পরিবারের সদস্যরা সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলো। শিশুটি খেলা করতে করতে এক পর্যায়ে টিউবওয়েলের পাশে পানি ভর্তি বালতির মধ্যে মাথা নিচুর দিকে পড়ে যায়।
কিছুসময় পর পরিবারের লোকজন নাঈমার খোঁজ নিতে গিয়ে বালতির মধ্যে পায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
(আরএম/এএস/আগস্ট ১৩, ২০২৫)