সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ১২২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন বিল-বাওড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু ও সালথা থানার এসআই শওকত হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, উপজেলার গট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বিল ও বাওড় থেকে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/আগস্ট ১৩, ২০২৫)