নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ (আগস্ট) সকাল ১১ টায় নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ের সামনে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন টিতে সভাপতিত্ব করেন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান,সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় যুগ্ন আহ্বায়ক আবু নাছির,যুগ্ন আহ্বায়ক শাহাজালাল, সদস্য বোরহান আনিচ, মিজান বাবু, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, স্টার নিউজের প্রতিনিধ আরিফুজ্জামান হিমন,মোহনা টিভির প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস,নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, নগরকান্দা প্রেসক্লাবের সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সেলিম মোল্লা মুক্ত খবরের প্রতিনিধি মোঃ রুবেল চোকদার দৈনিক গণসংহতি প্রতিনিধি নজরুল শেখ সহ অন্যান্য প্রমুখ।

বক্তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— সাংবাদিক হত্যা কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি গণতন্ত্রের ওপর আঘাত, সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিক হত্যার প্রতিটি ঘটনা সত্য প্রকাশের পথকে রুদ্ধ করে, জনগণের জানার অধিকারকে হুমকির মুখে ফেলে।

সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(পিবি/এএস/আগস্ট ১৩, ২০২৫)