সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপাসিয়া শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মেরুন কালীবাড়ী মন্দির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রচুর চন্দ্র বর্ধনের সভাপতিত্বে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

বৈঠক উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

বৈঠকে প্রধান বক্তা হিসাবে আলোচক করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী দে। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলাইমান মোল্লাা, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিকাশ চন্দ্র শীল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক রাজমনি সাহা রাজু, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

(এসকেডি/এএস/আগস্ট ১৩, ২০২৫)