মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : "মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে ইউনিয়ন পর্যায়ে ছায়া নামের একটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও পাবলিক লাইব্রেরী তৈরি করেছে এলাকার সচেতন যুবকেরা। 

ছায়া সংগঠন মূলত মানুষের সেবা পাওয়ায় জন্য তৈরী। চলতি বছরে প্রথম দিকে সেবামূলক সামাজিক এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। ছায়া সামাজিক সংগঠনের সভাপতি সবুজ মোল্লা,সাধারণ সম্পাদক ফারুক রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলামসহ সংগঠনের সদস্যরা তাদের মেধা ও শ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ছায়া সংগঠনের সভাপতি,সবুজ মোল্লা বলেন,রাজাপুর ইউনিয়ন কেন্দ্রিক উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা, রক্তদান, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, ইতিমধ্যেই মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে, ছায়া নামের একটি পাবলিক পাঠাগার স্থাপন করা হয়েছে, মানুষ এসে বই-পুস্তক ও পত্রিকা পড়তে আসেন। মানুষের সেবা মূলক কাজের পাশে ছায়া আছে এবং থাকবে।

(বিএসআর/এএস/আগস্ট ১৩, ২০২৫)