পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় ৯৩ জন মানুষের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এসব ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এ উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ড, কাল বৈশাখিঝড়, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাঝে বিনামূল্যে গৃহনির্মাণ নিমিত্তে প্রতি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
(আরআই/এএস/আগস্ট ১৩, ২০২৫)