রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুরাইয়া সুলতানা (২০)নামে এক সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

সে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের মোসলেম আলীর মেয়ে এবং গদাঘাটা গ্রামের আব্দুল লতিবের ছেলে নাঈম ইসলামের স্ত্রী।

১৩ই আগস্ট বুধবার দুপুর দুইটার সময় সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামে সুরাইয়ার বাবার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। সুরাইয়া সুলতানার ২ বছর বয়সী আরিয়ান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

মোসলেম আলী জানান, দুপুরে গোসল করে ঘরে বারান্দায় উঠি।পরে আমার মেয়ে সুরাইয়াকে ঘরে থাকা ফ্যানের সুইচ অন করতে বলি। সে সময় আমার মেয়ে ভিজে কাপড় অবস্থায় ছিল। ঘর থেকে তার বের হতে দেরী হওয়ায় তার মা তাকে ডাকতে গেলে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে পেরে মেইন সুইচ অফ করে দেয়। ততক্ষণে সুরাইয়া সুলতানা মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিষয়টি তিনি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আরকে/এএস/আগস্ট ১৩, ২০২৫)