কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়নের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

রিপন মারমা, কাপ্তাই : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টা ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো পরিষদ ও প্রাঙ্গণে। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু সঞ্চালনায়
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।” বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এর কয়েক লক্ষ সমর্থক হবে। আমাদের টার্গেট রাঙ্গামাটি সারা উপজেলা আমরা নতুন এক কোটি সদস্য বাড়াব’ বলে আশা প্রকাশ করেছেন দিলদার হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম কর্মসূচি অনুষ্ঠানে গেষ্ট অব হনার হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম,কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন,সহ সভাপতি হারুন অর রশিদ রতন, আবুল হাসেম,যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর,কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মহিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নাহিয়ান ডালিম, কৃষকদলের সভাপতি নুরুল হক বাঁচা,জাসাস সাধারণ সম্পাদক ওমর ফারুক, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল বাশার বাবুল, সদস্য সচিব সন্জয় তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদ, কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রুবেল, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু,মোঃ আরশাদুল, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা টিপু তঞ্চঙ্গ্যা সোহেল তঞ্চঙ্গ্যা, পূর্ণধন তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, ‘আনুপাতিক হারে কাপ্তাই উপজেলা আপনাদেরকে ২০-৩০ হাজার সদস্য বাড়াতে হবে। তবে সমাজে যারা ভালো মানুষ, সচেতন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মব কালচার, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী এবং দখলবাজির সঙ্গে জড়িত নয় সেই সমস্ত মানুষ, সে কৃষক হোক, মজুর হোক, চিকিৎসক হোক, বুদ্ধিজীবী হোক, স্কুলের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাকশিল্পের শ্রমিক হোক, মালিক হোক তাদেরকে আপনারা দলে অন্তর্ভুক্ত করবেন। যাদের এলাকায় ভালো সুনাম আছে, ভালো ভাবমূর্তি আছে তারাই হবে বিএনপির প্রাথমিক সদস্য।অনুষ্ঠান শেষ পর্যায়ে ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ একরাম হোসেন মেম্বার এর সদস্য নবায়নে মাধ্যমে নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম শুরু করেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি।
(আরএম/এএস/আগস্ট ১৩, ২০২৫)