বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার রাতে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশার মাছপাড়া গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর থেকেই পলাতক ছিলেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পাংশা থানার রিকুইজিশনের প্রেক্ষিতে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রাজবাড়ী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

(একে/এএস/আগস্ট ১৪, ২০২৫)