নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের কাজী আজিজের ছেলে মোঃ আবুল উজ্জ্বল দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে আটক হন তিনি। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল উজ্জ্বল একটি অস্ত্র মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়ে ছিল। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার (ভারপ্রাপ্ত) চার্জ অফিসার আমিরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঢাকার মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন চৌকস পুলিশ অফিসার এ এ এস আই জাহাঙ্গীর সহ সঙ্গীও ফোর্স।

ভারপ্রাপ্ত চার্জ অফিসার আমিরুল ইসলাম জানান, “দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করা পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। অবশেষে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনতে পেরেছি।”

(পিবি/এসপি/আগস্ট ১৪, ২০২৫)