সালথা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা থানায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থানার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সালথা থানা পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, এস আই মেহেদী হাসান প্রমূখ।
এসময় পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিং এর সদস্য, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার মাদক নিয়ন্ত্রণ করার দাবী জানান পুলিশের কাছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই প্রশান্ত কুমার।
(এএন/এসপি/আগস্ট ১৪, ২০২৫)