রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ
-RNPP-Focal.jpg)
ঈশ্বরদী প্রতিনিধি : নিউকিয়ার অথবা রেডিয়েশনজনিত জরুরী পরিস্থিতিতে আইএইএ এর সেফটি ষ্ট্যান্ডার্ড এর জেনারেল সেফটি রিকোয়ারমেন্ট (GSR) পার্ট-৭ এর রিকোয়ারমেন্ট ১৩ অনুচ্ছেদ অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তা মো. আ: হাকিম মিয়া স্বাক্ষরিত এক পত্রে ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণের কথা জানানো হয়েছে।
কমিশনের এবং সিআরএনপিপি’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত আহমেদকে ফোকাল পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকল্প ফোকাল পয়েন্টের দায়িত্ব পেয়েছেন সিআরএনপিপি ও এনপিসিবিএল এর পাবলিক রিলেশন অফিসার কাজী মোহাম্মদ ইকবাল হাসনি।
জনসাধারণকে কার্যকর, সময়োপযোগী, সত্য, স্পষ্ট ও উপযুক্ত তথ্য প্রদান এবং গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ভুল ধারণা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য সনাক্ত ও তার উপযুক্ত সমাধানের বিষয়ে ব্যবস্থা করার জন্য ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টে কাজ করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে জরুরি পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী স্থানীয় জনগণ এবং Mass Media- কে অবহিতকরণ এবং Misleading Information রোধে কর্মকর্তাগণের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কাজ করবে।
এছাড়াও এই কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে (১) নিউক্লিয়ার স্থাপনাসমূহ, স্থানীয় প্রশাসন এবং সরকার কর্তৃক নিউক্লিয়ার অথবা রেডিয়েশনজনিত জররুী অবস্থা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিতব্য সকল তথ্যের সমন্বয় সাধন করবেন (২) কমিটি ঘোষিত নিউকিয়ার অথবা রেডিয়েশনজনিত জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে রেডিয়েশন আক্রান্ত অঞ্চলসমূহের স্থায়ী, অস্থায়ী এবং বিশেষ জনগোষ্ঠী অথবা তাদের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং বিশেষ ফ্যাসিলিটিসম্পন্ন প্রতিষ্ঠানসমূহকে অবিলম্বে সতর্কতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান (৩) স্থানীয় ও জাতীয় পর্যায়ের জরুরী সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা।
(এসকেকে/এসপি/আগস্ট ১৪, ২০২৫)