ঈশ্বরদী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় পাবনার ঈশ্বরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। আমিনুর রহমান পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মশুরিয়াপাড়ার মৃত জাহিদ হোসেনের ছেলে।

এরআগে বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকা থেকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় আমিনুর রহমান মশুরিয়াপাড়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর বলেন, গ্রেপ্তারকৃত আমিনুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/আগস্ট ১৪, ২০২৫)