রিপন মারমা, কাপ্তাই : তৃণমূলকে নতুন করে ঢেলে সাজানো এবং দলে পরিচ্ছন্ন ভাবমূর্তির সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই ইউনিয়ন বিএফআইডিসি ক্লাব মাঠে ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি শাখা আয়োজিত এই কর্মসূচি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, "আধুনিক ও বৈষম্যহীন কাপ্তাই নির্মাণে কাপ্তাইবাসী পাশে থাকবে বিএনপি। বিএনপি জনগণের দল। এই জন্য সবসময় বিএনপি জনগণের পাশে থাকে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে কাপ্তাই উপজেলাকে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই। আগামী নির্বাচনের যদি বিএনপি ক্ষমতা যদি আসে তাহলে আমি কথা দিচ্ছি কাপ্তাইকে মৌজা হিসেবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, আলি বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলার বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ রতন,সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক খান, উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, "সমাজে যারা ভালো মানুষ, সচেতন, যাদের কোনো কলঙ্ক নেই এবং যারা মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বা দখলবাজির সঙ্গে জড়িত নয়, তাদেরকেই দলে স্বাগত জানানো হবে।" কৃষক, মজুর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের ইতিবাচক ভাবমূর্তির মানুষদের সদস্য করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির শেষে ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

(আরএম/এএস/আগস্ট ১৪, ২০২৫)