রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর এলাকায় ঘটনাটি ঘটে। জয়ন্ত রায় গড়কোমরপুর গ্রামের তেজেন্দ্র রায়ের ছেলে।




নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে জয়ন্ত নিজস্ব চিংড়িঘেরে আটল দিতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে সে ঘেরের বাসায় আশ্রয় নেয়। একপর্যায়ে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে জয়ন্তের মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান খুবই নিরীহ মানুষ ছিলেন জয়ন্ত। সন্ধ্যার পর পারিবারিক সিদ্ধান্তে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

(আরকে/এএস/আগস্ট ১৫, ২০২৫)