কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ট্রলার আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ট্রলারসহ গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাফুজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহফুজকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ বিষয়ে বুড়িগেয়ালিনী, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন করাকালে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিসহ বালি উত্তোলন করা ট্রলার জব্দ করা হয়।
তিনি আরো বলেন, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও নদের স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশ।
(আরকে/এএস/আগস্ট ১৫, ২০২৫)