কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত ৩

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আলাইপুর ও সিংদহ গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) উপজেলার সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত বিএনপির দুই গ্রুপের মধ্যে মোটরসাইকেল মহড়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় প্রবীণদের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি সাময়িক শান্ত হলেও, পরদিন সন্ধ্যায় পূর্বের ঘটনার জেরে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, রামদা নিয়ে প্রকাশ্যে মহড়া চালায় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলাইপুর গ্রামের রিপন (৪৫), লোকমান হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারাই ঘটাবে, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
(এসএস/এএস/আগস্ট ১৫, ২০২৫)