সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার কাপাসিয়া উপজেলা বিএনপির আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা এবং সুস্থতা, রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, আমিনুর রহমান, ওমর ফারুক, মজিবুর রহমান টিক্কা, যুবনেতা আকরাম হোসেন, মোশারফ হোসেন মেম্বার, মোঃ হাবিবুর রহমান হবু, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান শাকিল প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

(এসকেডি/এসপি/আগস্ট ১৫, ২০২৫)