টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো ছাত্রলীগ
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম শাহাদাৎ বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
১৪ আগস্ট সন্ধ্যায় অথবা ১৫ আগস্ট খুব ভোরে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখায় ও সড়কের আশেপাশে ছাত্রলীগের দু’ কর্মী কালো পতাকা টাঙ্গায়।
এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ১০ টায় এমএম মোরসালিন (M M Morsalin) নামের ফেসবুকে আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিও ক্যাপশন দেয়া হয় "১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়"।
ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও তার সহযোগি মাক্স পরা একব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড, গেট সহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙ্গিয়ে । মাস্ক পরা ব্যক্তিকে চেনা যায় নি। কিন্তু মোরসালিনকে চেনা গেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী।
গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান বলেন, আজ শুক্রবার সকালে অফিসে এসে দেখতে পাই আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ও গেট সহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টাঙ্গিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলে।
এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমকে কল দিলেও তিনি ফোন কেটে দেন।
এদিকে গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) কামরুল হাসান কামাল গ্রামীন ব্যাংকে কালো পতাকা টানানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
(টিবি/এসপি/আগস্ট ১৫, ২০২৫)