তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবশে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় গঠিত বিচার বিভাগীয়  তদন্ত কমিশনের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়েছে। কমিশন ও তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ আগামী ২৭ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬–এর সেকশন ৩–এর দেওয়া ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিককে সভাপতি করে গত ২৪ জুলাই ৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। সে মেয়াদ শেষ হয়েছে বুধবার (১৩ আগস্ট)। মেয়াদ বাড়ানোর আদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী। উল্লেখ্য গত ১২ ও ১৩ আগস্ট তদন্ত কমিশনের সভাপতি সহ ৬ সদস্য গোপালগঞ্জে অবস্থান করে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা প্রত্যক্ষদর্শী, এঘটনায় নিহদের পরিবারের সদস্য, প্রশাসন , পুলিশের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের স্বাক্ষ্য গ্রহন করেন।

(টিবি/এসপি/আগস্ট ১৫, ২০২৫)